Tagore University of Creative Arts (TUCA)

Tagore University of Creative Arts TUCA Logo

Campus

97 Shah Makhdum Avenue, Sector 12 Uttara, Dhaka-1230.

Campus

97 Shah Makhdum Avenue, Sector 12 Uttara, Dhaka-1230.

Fall-2021 Tuition Fees

ProgramTypeAdmission FeesTotal CreditTotal SemesterDurationFees Per CreditTotal CostApply Now
Bachelor of Business Administration (BBA)undergraduate  15,000 15684 Years2,200 391,200 Apply
BA (Hon’s) in Fashion Designundergraduate  15,000 14684 Years 2,500 415,000 Apply
BA (Hon’s) in Musicundergraduate  15,000 12884 Years 1,850 284,800 Apply
BA (Hon’s) in Theatreundergraduate  15,000 13284 Years 1,800 285,600 Apply

***Admission Form Fee=500/-

***Student ID Card Fee=500/-

Admission Information

Admission Deadline: “Upto 01 February 2022

 

  • অনলাইনে ভর্তির জন্য ওয়েবসাইট থেকে ‘অনলাইন আবেদন’ বাটন ক্লিক করে ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন।
  • ক্যাম্পাসের ভর্তি শাখা থেকে ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিন।
  • ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করে ক্যাস্পাসের ভর্তি শাখায় জমা দিন।

প্রতি সেমিস্টারে শতকরা ৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও শতকরা ৩ জন প্রত্যন্ত অনুন্নত অঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে কোর্স ফিসহ অন্যান্য ফি–তে শতভাগ ছাড় প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ছাড়সমূহ নিম্নরূপ: 

  • এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫  (চতুর্থ বিষয় ছাড়া) প্রাপ্তরা কোর্স ফি তে ৫০% ছাড় পাবেন।
  • এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ (চতুর্থ বিষয়সহ) প্রাপ্তরা কোর্স ফি তে ২৫% ছাড় পাবেন।
  • এসএসসি ও এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৪.৫০–৪.৯৯ প্রাপ্তরা কোর্স ফি তে ২০% ছাড় পাবেন।
  • এসএসসি ও এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০–৪.৫৯ প্রাপ্তরা কোর্স ফি তে ১৫% ছাড় পাবেন।
  • এসএসসি ও এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৩.৫০–৩.৯৯ প্রাপ্তরা কোর্স ফি তে ১০%  ছাড় পাবেন।

এছাড়াও নিম্নোক্ত ছাড় প্রদান করা হবে

  • স্বামী–স্ত্রী ও সহোদর–সহোদরার ক্ষেত্রে যেকোনো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকলে অন্যজন কোর্স ফিতে ৩০% ছাড় পাবেন।
  • নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ফি তে ১০% ছাড় প্রদান করা হবে।

বৃত্তি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলকারীদের জন্য বহুসংখ্যক বৃত্তির ব্যবস্থা রয়েছে। দরিদ্র মেধাবীদের জন্যও নানা বৃত্তি আছে।

লক্ষ্য

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনে সঞ্জীবিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে সৃজনকলার ক্ষেত্রে সর্বাগ্রগণ্য বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত করা।

উদ্দেশ্য

সৃজনশীলতার পরিচর্যার মাধ্যমে তরুণ-তরুণীদের আত্মবিশ্বাসী, ক্ষমতায়িত ও উদ্ভাবনমনস্ক করে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য গড়ে তোলা ।

মূলনীতি

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এমনভাবে শিক্ষাদান করা হবে যাতে শিক্ষার্থীরা কর্মজগতের বাস্তবানুগ কাঙ্ক্ষিত শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে।

কেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন

একুশ শতকের জাতীয় ও বৈশ্বিক উভয় অর্থনীতিতেই সৃজনকলা সম্পর্কিত শিল্প-বাণিজ্যের প্রবৃদ্ধি ব্যাপক। দৈনন্দিন জীবনে ললিতকলা, চারু ও কারুকলা, অলঙ্করণ ওগণমাধ্যমের প্রভাব গভীর হলেও আমাদের জীবিকা ও পেশাগতচর্চায় তা এখনও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এই প্রেক্ষাপটেই রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নামে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এখানে দৃশ্যকলা ও পরিবেশনকলা, নকশা ও উদ্ভাবন, গণযোগাযোগ ও

গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি, সমাজবিদ্যা ও ব্যবসাবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে। এ বিশ্ববিদ্যালয় সৃজনকলার ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা ও প্রশিক্ষণকে এমনভাবে গুরুত্ব দেবে, যাতে এখানকার শিক্ষার্থীরা নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে এই ধারার শিল্পের নানা ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য উচ্চতর যোগ্যতাসম্পন্ন হয়ে ওঠে।

Photo Gallery

Back to top button

CONTACT US

Sorry this university has not started the program yet

This university academic programs have not started yet.​